• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে এক কেজি ক্রিস্টাল মেথ জব্দ

প্রকাশিত: ২০:১৬, ২০ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রামে এক কেজি ক্রিস্টাল মেথ জব্দ

চট্টগ্রামের ভাটিয়ারিতে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি, জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।

এসময় পাচারের সাথে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়। বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারি মোড়ে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। 

আটককৃত ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য পাঁচ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। মাদক অধিদপ্তরের দায়িত্বশীলদের উপস্থিতিতে এই মাদক শনাক্ত করা হয়।  তবে অধিকতর পরীক্ষার জন্য মাদকের প্যাকেটটি ল্যাবে পাঠানো হয়েছে। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: