জেলায় জেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত বুদ্ধ পূর্ণিমা

জেলায় জেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত বুদ্ধ পূর্ণিমা
ধর্মীয় ভাবগাম্ভীর্যে নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বানের স্মৃতিবিজড়িত এই বুদ্ধ পূর্ণিমা।
চট্টগ্রাম
চট্টগ্রামে প্রার্থনা-সঙ্গীত হয় নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দিরে। সব সম্প্রদায়ের মঙ্গল কামনার পাশাপাশি গৌতম বুদ্ধের বিভিন্ন বাণী প্রচার করেন ভক্তরা। যুদ্ধ, হানাহানি বন্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রার্থনা করেন তারা।
কক্সবাজারে
কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা মহা বিহার থেকে শোভাযাত্রা বের করা হয়। ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে চুরাশি হাজার ধর্মস্কন্দ পূজা। এছাড়াও উপজেলার প্রায় ৩০ টি বৌদ্ধ বিহারে সংঘদান ও অষ্ট উপকরণদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রাঙামাটি
রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান হয়। সকালে বিভিন্ন বিহারে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকালে তবলছড়ি মিনিস্ট্রিয়াল মাঠ থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে।
বান্দরবান
বান্দরবানের রাজবাড়ি চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে রাজগুরু বৌদ্ধ বিহার চত্বরে গিয়ে সমবেত হন ধর্মপ্রাণ নারী-পুরুষরা। পরে বিহারে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
খাগড়াছড়ি
খাগড়াছড়িতে, উৎসব মুখর পরিবেশে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে পালন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে য়ংড বৌদ্ধ বিহারে বিহারে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান। শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি। বলেন, প্রত্যেকটা ধর্মই তৈরী হয়েছে মানুষের জন্য। আমরা যদি এই নীতি অনুসরণ করি তাহলে সংসারে-সমাজের হানাহানি-হিংসা দুর করা সম্ভব হবে।
সিলেট
সিলেট নগরীতে বিশ্বশান্তি কামনায় শোভাযাত্রা করে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল। এর আগে, বৌদ্ধ বিহারে মঙ্গল সুত্র পাঠ, সমবেত প্রার্থনা, বুদ্ধ পুজা ও ধর্মদেশনা হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: