• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

রংপুরে পরকীয়া সন্দেহে ব্যক্তিকে কুপিয়ে হত্যা: গ্রেফতার এক

প্রকাশিত: ১২:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রংপুরে পরকীয়া সন্দেহে ব্যক্তিকে কুপিয়ে হত্যা: গ্রেফতার এক

রংপুরে স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে নৃশংসভাবে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় আসামি রুস্তম আলী সরকারকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহনগরীর ইপিজেড থানাধীন প্রি পোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, নিহত ভিকটিম মোস্তাফিজুর রহমান পেশায় একজন কৃষক এবং তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন সতরা ফকিরাপাড়া এলাকার বাসিন্দা। আসামি রুস্তম আলী সরকার নিহত ভিকটিমের প্রতিবেশি। রুস্তম আলী সরকারের স্ত্রী’র সাথে নিহত ভিকটিমের অবৈধ সম্পর্ক আছে বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছিল রুস্তম আলী সরকার। এ বিষয় নিয়ে গত ১৬ সেপ্টেম্বর স্থানীয় একটি মুদির দোকানের সামনে ভিকটিম মোস্তাফিজুর রহমানের সাথে রুস্তম আলী সরকারের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে গত ১৭ সেপ্টেম্বর রাতে মোস্তাফিজুর রহমান বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুস্তম আলী সরকার ধারালো ছুরি দিয়ে মোস্তাফিজুর রহমানের শরীরে বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করে।

পরে তাকে উদ্ধার করে রংপুরের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্য চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।  এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ভিকটিমের ছেলে বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় ঘাতক রুস্তম আলী সরকার’কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে আত্মগোপনে ছিলেন রুস্তম।
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2