• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ভূমি দস্যুদের চরম দৌরাত্ম মোংলা বন্দরে!

জসিম উদ্দিন, মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ভূমি দস্যুদের চরম দৌরাত্ম মোংলা বন্দরে!

মোংলা বন্দরে প্রতিনিয়ত দখল হয়ে যাচ্ছে সরকারি ও স্বায়ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গা। বঙ্গবন্ধু ক্যানেলের চরভরাটি জমিতে ডকইয়ার্ড, ইট-বালুর আড়ৎ ও বাশেরগোলাসহ গড়ে উঠছে নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান। 

মোংলা পৌর শহরে রয়েছে বন্দর কতৃপক্ষের প্রায় ২০০ একর ভূমি। এর মধ্যে কিছু জমি প্লট আকারে ইজারা দিয়েছে কর্তৃপক্ষ। আর কিছু জায়গায় শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছিলো বহুতল ভবন। ২০০৬ সালে ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তির পর সে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই পরিত্যক্ত ভবনসহ বেশিরভাগ জায়গা দখলে নিয়েছে ভূমিদস্যুরা। বন্দর কর্তৃপক্ষের জমিতে বিভিন্ন স্থাপনা তৈরি করে লাখ লাখ টাকা ভাড়া আদায় করছে তারা। 

মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নুর আলম শেখ অভিযোগ করেন, সংশ্লিষ্ট দফতরগুলোর কিছু দুর্নীতিবাজের সহায়তায় দখলদাররা তৎপর। 

ঘাট শ্রমিক ইউনিয়নের বিশ্রামঘরটিও দখলে নেয় প্রভাবশালীরা। দখল উচ্ছেদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে ঘাট শ্রমিক ইউনিয়ন। তাদের আন্দোলনের জেরে শুরু হয় বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান।   

দখলদার ও সংশ্লিষ্ট দফতরের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি মংলাবাসীর।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2