• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: ১৮:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রামে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

চট্টগ্রামের সব শিক্ষার্থীদের জন্য স্মার্ট বাস সার্ভিস চালুর লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা জানান তিনি। 

এসময় তিনি জানান, শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামে ১০ টি ডাবল ডেকার বিআরটিসি বাস চলছে। এ সংখ্যা বাড়িয়ে স্কুল বাস পর্যাপ্ত করাসহ প্রতি বাসে আইপি ক্যামেরা ও স্মার্ট পেমেন্ট সিস্টেম করা হবে। এর ফলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত নিরাপদ করা সহ অভিভাবকরা যে কোনো স্থান থেকে সন্তানদের বাসের অবস্থান ও বাসে থাকাকালীন তাদের সন্তানদের দেখতে পাবেন।

সভায়- চট্টগ্রামকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট নগরীতে পরিণত করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তা নিয়ে "স্মার্ট চট্টগ্রাম: ২০৪১" শিরোনামে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসক।

সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকসহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: