• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যশোরে ৪ কেজি ৬শ` গ্রাম ওজনের স্বর্ণের বারসহ আটক দুই

প্রকাশিত: ০০:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
যশোরে ৪ কেজি ৬শ` গ্রাম ওজনের স্বর্ণের বারসহ আটক দুই

যশোর ঝিকরগাছা থানার পুলিশ ৪ কেজি ৬শ' গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন-ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাজান আলীর ছেলে মাসুম বিল্লাহ (৩২) ও যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু বক্করের ছেলে শাহীন আলম (৩৩)। 

একাধিক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝিকরগাছার কায়েমকোলা বাজার থেকে উল্লেখিত দুই পাচারকারী আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস সোনার বার এবং দুটি পালসার মোটরসাইকেল ও নগদ কিছু টাকা। 

নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, স্বর্ণের একটি বড় চালান পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কায়েমকোলা বাজারে অবস্থান নেয়।

এক পর্যায়ে সন্দেহভাজন দুজনের শরীর তল্লাশি করা হয়। এসময় মাসুম বিল্লাহ'র কোমরে বেল্টের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬শ' গ্রাম। এসময় ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ, ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ সুমন ভক্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: