• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

প্রকাশিত: ১৫:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে দলের নেতা-কর্মীরা।

সুনামগঞ্জে পুরাতন বাস স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে কালিবাড়ি মোড়ে বাধা দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা। বক্তারা এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। 

এদিকে, বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপিও। শহরের ভাসানী হলের সামনে জেলা বিএনপির এ সমাবেশ বক্তারা সুচিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠাতে সরকারের প্রতি দাবি জানান। 

নেত্রকোনার বনোয়াপাড়া বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। 

ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। 

বিভি/টিটি

মন্তব্য করুন: