• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রামগড়ে পৌনে ৪ লাখ টাকার ভারতীয় ওষুধসহ চোরাকারবারি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রামগড়ে পৌনে ৪ লাখ টাকার ভারতীয় ওষুধসহ চোরাকারবারি আটক

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সীমান্তর্তী বল্টুরামটিলা এলাকা থেকে ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রী সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত ওষুধের মূল্য আনুমানিক ৪ লাখ টাকা। 

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের বিশেষ অভিযানে মো. হানিফ (৪২) নামে এ চোরাকারবারিকে ভারতের সাব্রুম থেকে চোরাইপথে আনা বিভিন্ন ধরণের ওষুধ ও প্রসাধনী সামগ্রী সহ আটক করা হয়। মো. হানিফ রামগড় পৌরসভার বল্টুরামাটিলা এলাকার সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রামগড় থানার পুলিশের একটি দল বল্টুরামটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের ওপারের সাব্রুম থেকে পাচার করে এনে  বলটুরামটিলার এক বাসায় মজুত করে রাখা বিভিন্ন ধরণের ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ চোরাকারবারি হানিফকে আটক করে পুলিশ। আটককৃত ওষুধ ও প্রসাধনী সামগ্রীর মূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা।

রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকা বল্টুরামটিলায় একটি বাসায় চোরাচালানির মালামাল মজুতের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে আমার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের অভিযান টের পেয়ে এক চোরাকারবারি পালিয়ে গেলেও মো. হানিফ নামে একজনকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ আটক করা হয়।’  

তিনি বলেন, এ ব্যাপারে থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-এর ‘খ’ ধারায় একটি মামলা রুজু হয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: