• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মা দিবসে একসঙ্গে ছয় সন্তানের জন্ম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:০২, ১১ মে ২০২৫

আপডেট: ১৭:০৩, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
মা দিবসে একসঙ্গে ছয় সন্তানের জন্ম

একই সঙ্গে জন্ম নিয়েছে ছয়টি শিশু।

বিশ্বব্যাপী মায়েদের জন্য বিশেষ একটি দিবস পালন করা হয় প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রবিবার। এ বছর ১১ মে দিবসটি পালিত হচ্ছে। আর এই মা দিবসে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে একসঙ্গে ছয়টি সন্তান প্রসব করেছেন এক গৃহবধূ। কোনো অস্ত্রোপচার ছাড়া একে একে ছয়টি সন্তান প্রসব করেন মরিয়ম বেগম নামের এই নারী।

এর মধ্যে ৫টি কন্যা ও একটি পুত্র সন্তান। কম ওজনের হওয়ার কারণে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র-এনআইসিইউ-তে রাখা হয়েছে। এর আগেও ওই নারী দুবার সন্তান প্রসব করেছেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। 

শনিবার মরিয়ম নামের ওই নারীর সন্তান জন্মদানের বিষয়টি তদারক করেছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ নাজনীন সুলতানা। 

দুপুরে মরিয়ম ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর লেবার কক্ষে নিয়ে যাওয়া হয়।আধ ঘণ্টার মধ্যে একে একে ছয় সন্তান প্রসব করেন বিকেল পাঁচটার পর তাঁকে লেবার কক্ষ থেকে কেবিনে পাঠানো হয়।

মরিয়ম বেগমের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। তার স্বামীর নূর আহমেদ প্রবাসী। হাসপাতালে মরিয়মের বাবা মঞ্জুরুল আলম রয়েছেন। পরিবারের সদস্যরা  এ বিষয়ে কোনো কথা বলতে আগ্রহী নন।

তবে হাসপাতালের চেয়ারম্যান বলেছেন, নবজাতক ছটি শিশুই কম ওজনের। মায়ের পেটে একজন কিংবা দুজনের পুষ্টি ছয়জন ভাগ করে নেয়ায় প্রত্যেকেই কম ওজন নিয়ে জন্মেছে। তাদের শারিরীক অঙ্গগুলোর আকারও তাই ছোট হয়েছে। তাদের বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চলছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: