রাঙ্গামাটিতে পানিবন্দি মানুষের মাঝে খাদ্য শস্য বিতরণ

রাঙ্গামাটি পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পানি বন্দি মানুষের মাঝে খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি চারুকলা একাডেমিতে পানিবন্দি মানুষের মাঝে খাদ্য শষ্য তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সদস্য আশীষ কুমার চাকমা, সদস্য মো.আবু তৈয়ব, সদস্য ঝিনুক ত্রিপুরা, সংরক্ষিত মহিলা কাউন্সিল জুবাইতুর নাহার, ৭ নংওয়ার্ড কাউন্সিল মো.জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পৌরসভার ৭ নং ওয়ার্ডের ৩ শতাধিক পানিবন্দি মানুষের হাতে ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: