• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রংপুরে ‘ভোটার ও  নাগরিক সচেতনতা’ বিষয়ক কর্মশালা

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৬:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রংপুরে ‘ভোটার ও  নাগরিক সচেতনতা’ বিষয়ক কর্মশালা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 'ভোটার সচেতনতা, নাগরিক সচেতনতা’ প্রতিপাদ্য নিয়ে রংপুরে দিনব্যাপী রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার লক্ষ্যে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে রংপুর আরডিআরএস মিলনায়তনে উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে মহানগর সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার দিলীপ কুমার সরকারের সঞ্চলনায় এতে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংগঠন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, বাসদ আহবায়ক আব্দুল কুদ্দুস, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।

নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন অংশিজনের ভূমিকা ও নির্বাচন পদ্ধতিসহ পনেরোটি বিষয়ে আলোচনা করা হয় কর্মশালায়। আগামী ৯ অক্টোবর ঢাকায় জাতীয় রাজনৈতিক নেতাদের নিয়ে জাতীয় কর্মশালার উদ্যোগের কথাও জানানো হয়।

বিভি/রিসি

মন্তব্য করুন: