গাজীপুরে ইউনাইটেড ল`ইয়ারস ফ্রন্ট এর পদযাত্রা অনুষ্ঠিত

গাজীপুর শাখার ইউনাইটেড ল'ইয়ারস ফ্রন্ট এর পদযাত্রা ইনাইটেড ল'ইয়ার্স ফ্রন্ট এর গাজীপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রাটি সোমবার (২৫ সেপ্টম্বর) বিকালে গাজীপুর কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহানগর ও জেলা বিএনপির দলিয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ্যাডভোকেট শহীদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা- বর্তমান সরকারের পদত্যাগ, স্বঘোষিত শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিদের পদত্যাগ এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এসময় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে কঠোর আন্দোলনে যাবার হঁশিয়ারি দেন নেতারা ।
সমাবেশে ইউনাইটেড ল'ইয়ারস ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক সিনিয়র আইনজীবী এডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল,যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সহ শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: