• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দীর্ঘ ৭ বছরের নকশা জটিলতায় থমকে আছে সৈয়দ হকের স্মৃতি কমপ্লেক্স

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
দীর্ঘ ৭ বছরের নকশা জটিলতায় থমকে আছে সৈয়দ হকের স্মৃতি কমপ্লেক্স

দীর্ঘ ৭ বছর পেরিয়ে গেলেও নকশা জটিলতায় কুড়িগ্রামে থমকে আছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধিতে কমপ্লেক্স তৈরির কাজ। বরেণ্য এই লেখকের সমাধিটি এখন অযত্ন আর অবহেলায় পরে আছে। দ্রুত স্মৃতি কমপ্লেক্সের কাজ শুরু করার তাগিদ সর্বস্তরের মানুষের।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় কবির ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পৌরসভা, কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সরকারি—বেসরকারি সংগঠন কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে কবির সমাধিতে স্থায়ী কবরের নির্মাণ কাজ উদ্বোধন ও কবির মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রয়াণ দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, একুশে প্রদকপ্রাপ্ত গুণিজন অ্যাডভোকেট এস. এম. আব্রাহাম লিংকন, কবিপূত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ। 

সৈয়দ হকের অত্যন্ত ঘনিষ্ঠজন অ্যাডভোকেট এস. এম. আব্রাহাম লিংকন জানান, কুড়িগ্রামবাসীর প্রাণের দাবি, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধিতে দ্রুত সময়ের মধ্যে স্মৃতি কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হোক। কবরটি দীর্ঘদিন ধরে অবহেলা আর অযত্নে পরে ছিল। আমরা চাই এই কবর ঘিরে শুরু হোক সকল মননের মানুষদের নিয়ে প্রাণচাঞ্চল্য পরিবেশ। তাকে নিয়ে দেশ—বিদেশের মানুষ গবেষণা করুক। একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি হোক। 

সমাধিতে স্থায়ী কবর তৈরির কাজ উদ্বোধনকালে কবিপূত্র দ্বিতীয় হক জানান, আজ পারিবারিকভাবে বাবার কবরটি বেঁধে দেওয়ার কাজ শুরু করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক; আমরা আশা করছি শীঘ্রই স্মৃতি কমপ্লেক্স তৈরীর কাজ শুরু করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, সদাশয় সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমরা যোগাযোগ রাখছি। আশা করছি কাজ শুরু হয়ে যাবে। এছাড়াও সৈয়দ হকের জন্ম ও মৃত্যুবার্ষিকী সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য একটি কমিটি গঠন করে দেয়া হবে বলে তিনি জানান।

বিভি/টিটি

মন্তব্য করুন: