• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

হত্যা মামলার আসামিকে ১৯ বছর পর গ্রেফতার

প্রকাশিত: ১৪:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
হত্যা মামলার আসামিকে ১৯ বছর পর গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তোফায়েল আহমেদকে দীর্ঘ ১৯ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব।

সাতকানিয়া থানার মাস্টারহাট এলাকা থেকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরীফ-উল-আলম জানান, আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

তিনি জানান, ২০০৪ সালের ২৯ মে চট্টগ্রামের সাতকানিয়া থানার চরতি এলাকায় ঘুমন্ত নুরুল আলমকে গুলি করে হত্যার ঘটনায় তোফায়েল আহমদসহ চারজনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধ দমন ট্রাইব্যুনালে আসামি তোফায়েল আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।  তার বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2