যাত্রীবাহী বাস থেকে ৬২টি অবৈধ কাসিম উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-ঢাকা গামী ডলফিন পরিবহন থেকে বস্তা ভর্তি মিঠা পানির ৬২ পিস কাসিম উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে শুক্রবার(২৯ সেপ্টেম্বর) বিকেল চারটায় উদ্ধারকৃত কাশিম উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে কোস্টগার্ড ক্যাম্প সংলগ্ন পুকুরে অবমুক্ত করা হয়।
এ সময় নিজামপুর কোস্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল, এনিমেল লাভার্স অফ পটুয়াখালী টিমের সদস্য রাকায়েত আহসান, বনি আমিন, বাইজিত, মহিপুর বন বিভাগের বন প্রহরী ফরিদ উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নিজামপুর কোস্টগার্ড স্টেশনের কনসিডেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, এসব বন্যপ্রাণী যারা পাচার করছে দ্রুত সময়ের ভিতর তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এর আগে বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) রাত আটটায় গোপন সংবাদের ভিত্তিতে পাখি পাড়া নামক স্থান থেকে কুয়াকাটা থেকে ঢাকা গামী ডলফিন পরিবহন থেকে এসব কাসিম উদ্ধার করে নিজামপুর কোস্ট গার্ড এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
মন্তব্য করুন: