• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

দীঘিনালায় ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ২ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
দীঘিনালায় ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালায় ডাল কাটতে উঠে গাছ থেকে পড়ে মো. আব্দুল জলিল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মো. আব্দুল জলিল কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলেনপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সোমবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাবুপাড়া কলেজ টিলা সংলগ্ন ভাঙ্গাবিল্ডিং এলাকায় গাছ কাটার সময় মাথা ঘুরে গাছ থেকে পড়ে যান তিনি। এ সময় বুকে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে তার নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। স্থানীয়রা তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পরপরই তিনি মারা যান।

মৃত আব্দুল জলিলের বড় ছেলে মো. ফারুক জানান, আমার বাবা নিয়মিতই মানুষের বাড়ির গাছের ডালপালা কেটে পরিষ্কার করে দিতেন। অনেক সময় গাছের ডালপালা কেটে বিক্রয় করতেন। সোমবার ভাঙ্গাবিল্ডিং এলাকায় গাছ কাটতে যাওয়ার পর খবর আসে আমার বাবা গাছ থেকে পড়ে গেছেন। পরে হাসপাতালের সামনে এসে দেখি অ্যাম্বুলেন্সে আমার বাবা মারা গেছেন।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রাশেদুল আলম বলেন, রোগী বুকে প্রচন্ড আঘাত পেয়েছে। তার নাক-মুখ দিয়ে রক্তপাত হচ্ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স মারা যান।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ কাটতে গিয়ে মো. আব্দুল জলিল (৫৫) নামে একজন মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2