চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাতায়াতে সময় বাঁচলো ২ ঘণ্টা (ভিডিও)
বাঁকখালী নদীতে সংযোগ সেতু
কক্সবাজারে বাঁকখালী নদীর ওপর নবনির্মিত খুরুশকুল সংযোগ সেতুটি যোগাযোগ ও অর্থনীতির নতুন দ্বার খুলে দিয়েছে। এতে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে এখন সময় লাগবে ৪ ঘণ্টার বদলে ২ ঘণ্টা। এতে খুশি স্থানীয় মানুষ।
কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ কাজের জন্য অভিভুক্ত এলাকার ৩৫ হাজার জলবায়ু উদ্বাস্তু মানুষের জন্য খুরুশকুলে তৈরি করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। তাদের যাতায়াতের সুবিধার জন্য প্রায় ৩০০ কোটি টাকায় কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতুটি করে দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। স্থানীয় মানুষের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে দৃশ্যমান। কক্সবাজার শহর থেকে মাত্র তিন মিনিটের পথ। তারপরই চোখে পড়বে বাঁকখালী নদীর ওপর নব-নির্মিত এ সেতুটি।
সম্প্রতি সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুর কল্যাণে আশপাশের এলাকা ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনার স্বপ্ন দেখছেন স্থানীয়রা।
নতুন সেতু উপলক্ষ করে পুরনো সেতুটিও সাজানো হয়েছে নতুন করে। স্থানীয় লোকজন ছাড়াও পর্যটকরাও ভিড় করছেন সেখানে।
খুরুশকুল প্রান্তের আশ্রয়ণ প্রকল্পের ৪ হাজার ৪০৯টি পরিবারের যাতায়াতের জন্য সেতুটি নির্মাণ করা হলেও মূলত চট্টগ্রাম-কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে এটি। এতে দূরত্বও অনেক কমেছে।
চট্টগ্রামের কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল হয়ে প্রস্তাবিত আঞ্চলিক মহাসড়কটি হলে গোটা দেশবাসী এই সেতুর সুফল ভোগ করতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের।
বিভি/টিটি
মন্তব্য করুন: