মুন্সীগঞ্জ ১ আসনে বিকল্প ধারার মাহি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মো.আবুজাফর রিপন তার মনোনয়ন বাতিল করেন। ঋণ খেলাপের অভিযোগে মাহি বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়। তুমি ঋণ খেলাপির গ্রান্টার হয়েছিলেন বলে জানা যায়।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের মনোনয়নপত্র বাতিল হয় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে।
বিভি/রিসি
মন্তব্য করুন: