• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশে সার্জিক্যাল ফিস্টুলা রোগীর সংখ্যা ৫২ শতাংশ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৮:৩৪, ৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
দেশে সার্জিক্যাল ফিস্টুলা রোগীর সংখ্যা ৫২ শতাংশ

দেশে সার্জিক্যাল ফিস্টুলা রোগীর সংখ্যা আশঙ্কজনক হারে বেড়েছে। ২০২০ থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত ল্যাম্ব হাসপাতাল ৪০৪ জন ফিস্টুলা রোগীর চিকিৎসা দিয়েছে। এদের মধ্যে অবসটেট্রিক্স ফিস্টুলা শতকরা ৪৮ ভাগ এবং সার্জিক্যাল ফিস্টুলা রোগী শতকরা ৫২ ভাগ। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ লেকচার গ্যালারী-১ এ ‘ফিস্টুলা নির্মূলের চ্যালেঞ্জ’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য দেওয়া হয়। 

সেমিনারে আরও জানানো হয়, ফিস্টুলা নির্মূলে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফিস্টুল কর্নার স্থাপন, দক্ষ সার্জন তৈরী, গর্ভবতী মায়েদের হাসপাতালে নিরাপদ প্রসবের ব্যবস্থা করা, সিজারিয়ান অপারেশনে সার্জনদের সর্তকতা অবলম্বন করার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ফিস্টুলা রোগীদের চিকিৎসার আওতায় নিয়ে আসা, পূর্নবাসনের ব্যবস্থা করা ও ফিস্টুলা নিয়ে গবেষণা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

ল্যাম্ব হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী, ইউরোলজি, সার্জারী বিভাগের চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন। 

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র রায়ের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, অবসটেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-ওজিএসবি সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারা বেগম, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবসটেট্রিক ফেস্টুলা সার্জন-আইএসওএফএসের সভাপতি অধ্যাপক ডাঃ সাইয়েবা আক্তার ও ল্যাম্ব হাসপাতালের পরামর্শক ডাঃ বেয়াট্রিস অ্যাম্বাউন, ফেস্টুলা সার্জনডাঃ হাফিজা খাতুন। 

বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ ইউনুস আলী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডাঃ আবু হুসেইন মোঃ মইনুল আহসান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম সুগম, গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শারমিন সুলতানা লাকি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের টেকনিক্যাল অফিসার ডাঃ অনিমেষ বিশ্বাস।

বিভি/জেএ/এইচএস

মন্তব্য করুন: