• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাগুরায় নিজ কেন্দ্রে প্রথম ভোটটি দিলেন সাকিব

প্রকাশিত: ১৫:১১, ৭ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
মাগুরায় নিজ কেন্দ্রে প্রথম ভোটটি দিলেন সাকিব

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিজ ভোট কেন্দ্র দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট দিয়েছেন। এ সময় তার সাথে বাবা মাশরুর রেজা কুটিল ও তার ছোট বোন বৃষ্টি উপস্থিত ছিলেন। 

ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, নাগরিকরা তাদের মূল্যবান ভোটটি দিয়ে তাদের নাগরিক অধিকার পূরণ করবে। ভোটাররা সচেতনতার সাথে ভোট প্রদান করে আগামী ৫ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সে ক্ষেত্রে আমি মনে করি তারা আমাকে বেছে নেবেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

সাকিব আল হাসানের পাশাপাশি সকালে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মাগুরা-১ সংসদ সদস্য এ্যাভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার শালিখার শিংড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। এ সময় তারা জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2