বদলে যেতে শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন
বদলে যেতে শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। মাছের বাজার, বাস র্টামিনালের শৃঙ্খলা, সংস্কার এবং খাল পুনঃখননের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন যাত্রা। নতুন স্বপ্ন দেখছে নগরবাসী। উন্নয়ন কাজে কোনো অনয়িম সহ্য করা হবে না বলে সর্তক করেছেন মেয়র ও পানি সম্পদ প্রতিমন্ত্রী।
আমূল পরর্বিতন এসেছে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে। মেয়র পরর্বিতনের সাথে সাথে নতুন কমিটি গঠন করা হয়েছে সেখানে। তাদের নেতৃত্বে খানাখন্দ ভরাট করে বালু ফেলে বর্ধিত করা হয়েছে স্ট্যান্ডের পার্কিং অংশ। নির্মাণ করা হচ্ছে টয়লেট।
আরও পড়ুন:
- বিরতি শেষে বিপিএলের জোড়া ম্যাচসহ আজকের খেলা
- চার ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন, শুরু ৪ মে: ইসি
- বরিশালে জাতীয় গণিত অলিম্পিয়াডে ববি`র প্রথম স্থান অর্জন
এদিকে, অনিয়মের অভিযোগ এনে বাজারগুলো নতুন করে ইজারা দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন ও বিআইডব্লিউটিএ। এতে সন্তুষ্ট ব্যবসায়ীরা।
আধুনিক বাস স্ট্যান্ড ও মাছ-বাজার উন্নয়নে আরো পরিকল্পনার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।
এছাড়াও আলাদা দুটি প্রকল্পের মাধ্যমে ১৫ কোটি টাকা ব্যয়ে সাতটি খাল পুনঃখনন ও সৌর্ন্দযবর্ধনের কাজ শুরু করেছে পানি উন্নয়ন র্বোড ও বরিশাল সিটি কর্পোরেশন। এজন্য মেয়র আর মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে নগরবাসী।
তবে খালের ওপর যেখানে সেখানে পাকা সাঁকোর কারণে প্রকল্প হুমকির মুখে- বলছে পানি উন্নয়ন বোর্ড।
আরো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিসি মেয়র ও পানি সম্পদ প্রতিমন্ত্রী। হুঁশিয়ার করে দিয়েছেন কোনো অনিয়ম যেন না হয়।
পরিকল্পিত নগরীর পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় বরিশালবাসী।
বিভি/রিসি




মন্তব্য করুন: