বিয়ে খেতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

চট্টগ্রাম নগরীর চাঁন্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকা থেকে শাওন বড়ুয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত শাওন বড়ুয়া চট্টগ্রামের সরকারি ওমরগণি মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।তার বাড়ি সাতকানিয়ায়। শাওন মূলত ফটোগ্রাফি করতো।
আরও পড়ুন: ওমরাহ্ করতে বেরিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন ২ নারী
সোমবার সন্ধ্যায় একটি বিয়ে খেতে বাসা থেকে বের হয়। রাতে সে আর বাসায় ফেরেনি। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কি কারণে এই তরুণকে হত্যা করা হয়েছে এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একটি দল কাজ করছে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: