ভারতের সহকারী হাইকমিশন অভিমুখে মিছিলে পুলিশের বাধা, ব্যারিকেডের সামনেই নামাজ আদায়
রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশন অভিমুখে মিছিল করেছে 'ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ' নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশনের দিকে মিছিল নিয়ে যায় সংগঠনটি। অফিস থেকে কিছুটা দূরে পুলিশের বাধার মুখে পড়ে তারা।
সেখানে মিছিলকারীদের সাথে কিছুক্ষণ পুলিশের টানাহেঁচড়ার ঘটনা ঘটে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক শিবলী নোমান। পরে ব্যারিকেডের সামনেই নামাজ আদায় করেন তারা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সন্দেহভাজনরা ভারতে পালিয়ে গেছেন, এমন অভিযোগের মুখে গত কয়েকদিন ধরে ভারতের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ দেখা যাচ্ছে বাংলাদেশে।
বিভি/এজেড




মন্তব্য করুন: