পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আটক

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে আটক করেছে পিরোজপুর সদর থানা পুলিশ ।
শনিবার (৯ মার্চ) দুপুরে তাকে জেলা শহরের পুরাতন সিও অফিস সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।
আরও পড়ুন: শাহজাহান ওমরের বিকল্প বেছে নিলো বিএনপি
পিরোজপুর সদর থানার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মো. কামরুজ্জামান চাঁন বলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীরের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে তিনি বাসায় ফেরার পথে সিও অফিস এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, শহরে শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আরো কিছু লোককে আটকের চেষ্টা চলছে। তবে কোন মামলায় আটক করা হয়েছে তা জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি আশিকুজ্জামান ।
বিভি/রিসি
মন্তব্য করুন: