• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

দেশজুড়ে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ

প্রকাশিত: ১৪:৪০, ১৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
দেশজুড়ে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ

পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটি পরম আনন্দের দিন। বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩১।

চট্টগ্রামে নানান আয়োজনে পালিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব। রবাবি সকাল থেকে নগরীর ডিসি হিল, সিআরবির শিরীষ তলাসহ বেশ কয়েকটি স্থানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। 
সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে কড়া নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রংপুর ও বরিশালে। 

সকাল ৯টায় ময়মনসিংহের মুকুল নিকেতন স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। নাটোরে সকাল ৭টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। খাগড়াছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউল হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। 

এছাড়া, বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন হচ্ছে জয়পুরহাট, চুয়াডাঙ্গা, নওগাঁ ও রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জেলায়। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2