• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাতক্ষীরায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ২৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৬:৩৮, ২৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সাতক্ষীরায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস

সাতক্ষীরায় এ যাবত কালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। 

অসহনীয় এই তাপদাহে বিশেষ করে বেকায়দায় পড়েছেন শ্রমজীবী মানুষ। তারা তীব্রগরমে কোনো কাজ করতে পারছেন না। আশ্রয় নিচ্ছেন পৌরদীঘির পাড়ের গাছতলাসহ জেলা শহরের বিভিন্ন সুশীতল গাছতলায়। আবার কেউ কেউ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে পৌরদিঘীতে দীর্ঘক্ষণ গোসল করছেন। গরমে পিপাসা নিবারণে মানুষের ভিড় বাড়ছে শরবত, ডাব ও আখের রসের দোকানগুলোতে। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বিকাল ৩ টায় সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ১৮ ভাগ। যা এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানান তিনি ।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2