• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

দেশের বিভিন্ন স্থানের খবরাখবর নিয়ে টুকরো সংবাদ

প্রকাশিত: ১৯:৩১, ১৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
দেশের বিভিন্ন স্থানের খবরাখবর নিয়ে টুকরো সংবাদ

দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে বাংলাভিশনের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক  আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের পক্ষ থেকে এ সহায়তা দেয়া হয়। 

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আড়াই শতাধিক স্বেচ্ছাসেবীরা অংশ নেন। 

গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের ৭ দিনব্যাপী কোর্স ফর লিডার ট্রেনার শুরু হয়েছে।সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাকে এতে অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজে শিক্ষক ও প্রশিক্ষার্থীরা। ২০ এপ্রিল শেষ হবে এ প্রশিক্ষণ। 

গোপালগঞ্জে গ্রাম পুলিশের ৩০ দিনব্যাপী 'বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ' শুরু হয়েছে। সদর উপজেলা পরিষদ হল রুমে এতে ২১ টি ইউনিয়নের গ্রাম পুলিশ বাহিনীর ৪০ জন সদস্য অংশ নেন।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক একীভূতকরণ করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীসহ রাজশাহীর সর্বস্তরের মানুষ। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন হয়। 

বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। জেলার বিভিন্ন বয়সী ৫’শ রোগী এ সেবা পান। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2