• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তাপদাহ, বৃষ্টির জন্য দেশের কয়েক জায়গায় ইসতিসকার নামাজ

প্রকাশিত: ১১:০৮, ২৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
তাপদাহ, বৃষ্টির জন্য দেশের কয়েক জায়গায় ইসতিসকার নামাজ

তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। বাতাসে যেন আগুনের হল্কা। বিপর্যস্ত জনজীবন। গরম থেকে বাঁচতে বৃষ্টি চেয়ে নামাজ আদায় হয়েছে দেশের কয়েক জায়গায়।

বাগেরহাটের মোরেলগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাতটায় মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে এ নামাজে অংশ নেন এলাকার শত শত মানুষ। নামাজ পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী।

আয়োজকরা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। মানুষসহ অন্য প্রাণী খুব কষ্টে আছে। ফসলেরও ক্ষতি হচ্ছে। এ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন মুসল্লিরা।

এদিকে, গরম অব্যাহত থাকায় সারাদেশে হিট অ্যালার্ট জারি রয়েছে। গ্রীষ্মের উত্তাপে উত্তপ্ত আবহাওয়া পুরো এপ্রিল মাসজুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বিভি/রিসি

মন্তব্য করুন: