• NEWS PORTAL

  • বুধবার, ১৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেহেরপুরে নলকূপে উঠছে না পানি, খাল-বিল শুকিয়ে চৌচির

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ২৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
মেহেরপুরে নলকূপে উঠছে না পানি, খাল-বিল শুকিয়ে চৌচির

সারাদেশের মত প্রকৃতির চরম বৈরীতার মুখোমুখি মেহেরপুরও। টানা তীব্র তাপ প্রবাহ ও অনাবৃষ্টিতে শুকিয়ে চৌচির মেহেরপুরের নদী-নালা খাল বিল। নেমে গেছে ভুগর্ভস্ত পানির স্তর। নলকুপে উঠছে না পানি। সুপেয় পানির সঙ্কটে দুর্বিষহ জনজীবন। সেচের সংকটে বিপাকে কৃষক।

তীব্র খরার কারণে জেলায় পানির স্তর নীচে নেমে যাচ্ছে। গভীর নলকুপেও পানি উঠছে না। এতে পানির সঙ্কট তীব্র হচ্ছে। শুকিয়ে নদী-নালা, খাল-বিল। সহজে মিলছে না সুপেয় পানি। এ অবস্থা আরো কিছুদিন চললে সুপেয় পানি এবং সেচের পানির চরম সংকট দেখা দেয়ার শঙ্কায় স্থানীয়রা। চাষাবাদের ভরা মৌসুমে সেচের ব্যয় বৃদ্ধিতে উদ্বিগ্ন কৃষক। 

পানির সংকট মোকাবিলায় নতুন নলকুপ স্থাপনসহ খালবিল পুন খননের কাজ শুরু করেছে জেলা জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড। 

মেহেরপুর জেলায় সরকারিভাবে ১২ হাজার নলকূপ দেয়া হয়েছে। এর মধ্যে অগভীর ৭ হাজার ৫০০শ এবং  গভীর দুই হাজার ৭০০ ও টিউবয়েল এক হাজার ১৫০ টি।

বিভি/এজেড

মন্তব্য করুন: