সাতক্ষীরার তালায় ধান-চাল সংগ্রহ উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্য গুদামে ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ মে) সকালে পাটকেলঘাটা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আশরাফুজ্জামান, পাটকেলঘাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রেজা, সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলুসহ আরো অনেকে।
অনুষ্ঠান থেকে জানানো হয়, চলতি মৌসুমের তালা উপজেলা ২১৭ টন ধান, ৫৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৬২৮ মেট্রিক টন আতপ চাল কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
বিভি/রিসি
মন্তব্য করুন: