• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঋণ খেলাপীর দায়ে চেয়ারম্যান প্রার্থী সোহাগের মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৪, ৫ মে ২০২৪

ফন্ট সাইজ
ঋণ খেলাপীর দায়ে চেয়ারম্যান প্রার্থী সোহাগের মনোনয়নপত্র বাতিল

ঋণ খেলাপীর দায়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 

রবিবার (৫ মে) প্রার্থিতা বাছাইয়ের দিনে তার মনোনয়নপত্র বাতিল হয়। তবে মনোনয়ন ফিরে পেতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন।

সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জিয়াউর রহমান জানান, বেসিক ব্যাংকে ঋণ খেলাপীর দায়ে অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

তবে এ ব্যাপারে তামিম আহমেদ সোহাগ জানান, বেসিক ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন তার বাবা। তিনি তার জামিনদার ছিলেন। 

তিনি আরও জাান, ওই ঋণের ৮০ হাজার টাকা পরিশোধও করেছিলেন তার বাবা। পরে এই ঋণের বিষয়টি তাদের কোনো খেয়ালও ছিল না। বেসিক ব্যাংকে টাকা পরিশোধ করে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2