• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খাগড়াছড়িতে প্রথম ধাপে চার উপজেলায় নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ৭ মে ২০২৪

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে প্রথম ধাপে চার উপজেলায় নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে খাগড়াছড়ির চার উপজেলা মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়ে মঙ্গলবার (৭ মে) দুপুরে ভোটের সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এরমধ্যে লক্ষ্মীছড়ি উপজেলার ফটিকছড়ি ও শুকনাছড়ি নামে দুইটি কেন্দ্রে হেলিকপ্টারযোগে ভোটের মালামাল ও লোকবল পাঠানো হয়। 

এ চার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ১৩ হাজার ৮৯৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ৯০ টি। লক্ষ্মীছড়ি ও রামগড়ে উপজেলার বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়েছে।

 এছাড়াও ৩৭ টি কেন্দ্রে আজ ভোটের ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপার পৌঁছানোর কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

নির্বাচনে চার স্তরের নিরাপত্তার পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। 

৪টি উপজেলায় ১৩ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও পুরুষ ও নারীসহ ২৪ জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2