• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হালদায় ডিম ছেড়েছে কার্প মা মাছ

প্রকাশিত: ১৮:৩২, ৭ মে ২০২৪

ফন্ট সাইজ
হালদায় ডিম ছেড়েছে কার্প মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। মঙ্গলবার (৭ মে) সকাল ৬টার সময় হালদা নদীর রাউজান অংশের মইশকরম এলাকার চইল্যাখালি এলাকায় মা মাছ ডিম ছাড়ে। মঙ্গলবার স্বল্প পরিসরে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। 

জেলেরা ১১ টি নৌকার মাধ্যমে ডিম সংগ্রহ করেন। চলতি মাসের ৬ মে থেকে ১০ মে পর্যন্ত হালদায় কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার অমাবস্যার জো চলছে। 

দীর্ঘসময় বৃষ্টি না হওয়ায় কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার ফলে সাগর থেকে জোয়ারের পানি হালদায় বেশি মাত্রায় ঢুকে পড়ে, যা নদীতে লবনাক্ততা বাড়িয়ে তোলে। এতে হালদায় মা মাছের ডিম ছাড়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো। অবশেষে সোমবার বজ্রসহ বৃষ্টির পর মঙ্গলবার সকালে মা মাছ নমুনা ডিম ছেড়েছে। সঠিক সময়ে ডিম ছাড়ায় আশা করা হচ্ছে এ বছর ভালো পরিমাণে ডিম সংগ্রহ করা যাবে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2