• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবারও বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১২:৪৫, ৮ মে ২০২৪

আপডেট: ১২:৪৬, ৮ মে ২০২৪

ফন্ট সাইজ
আবারও বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ছবি: তেঁতুলিয়া সীমান্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। উপজেলার তীরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া সীমান্ত এলাকায় বুধবার (৮ মে) সকালে রনচন্ডি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪৪৬/১৪-এর নিকট খয়খাটপাড়া দরগাসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইয়াসিন আলী ও আব্দুল জলিল। পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান জানান, অবৈধ ভাবে গরু আনতে সকালে তেঁতুলিয়া উপজেলা রনচন্ডির দরগাসিং সীমান্ত এলাকায় ভারতের তারকাটা বেয়ে ভারতে প্রবেশ করে দুই বাংলাদেশি। এসময় তাদেরকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেয়। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ‘নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে মরদেহ ভারতে নিয়ে যায়।’

এদিকে, ওই যুবকদের মরদেহ ভারতে নিয়ে গিয়েছে বিএসএফ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় বিজিবি।বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ভারতের অভ্যন্তরে দুজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন, এমন খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।’

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2