• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১৩:৫০, ৮ মে ২০২৪

আপডেট: ১৩:৫১, ৮ মে ২০২৪

ফন্ট সাইজ
বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে

বিক্ষিপ্ত সংঘর্ষের  মধ্য দিয়ে চলছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগ ও ইউপিডিএফ প্রসীত গ্রুপে পাল্টাপাল্টি কেন্দ্র দখলের চেষ্টা দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে শুরু হয়েছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। 

ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরই মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত দশজন।

এদিকে, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির যতীন্দ্র কার্বারী সরকারি বিদ্যালয় ও লেলাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আওয়ামী লীগ ও ইউপিডিএফ প্রসীত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের চেষ্টায় দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

সকাল থেকে সিলেট সদর-গোলাপগঞ্জ- বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। 

চট্টগ্রামের মিরসরাই, সীতাকুন্ড ও সন্ধীপ উপজেলার ২৯০টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

পাঁচ স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

বরিশালের দুটি উপজেলায় ভোটগ্রহণ চলছে। তবে, সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। 

গাজীপুর সদর উপজেলা, কাপাসিয়া ও কালীগঞ্জের ২৫৮ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নাটোরে তিনটি উপজেলায় ৩০২টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। 

এদিকে গোপালগঞ্জের তিন উপজেলায় ভোট চলছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। 

এছাড়া, কুমিল্লা, জয়পুরহাট, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, জামালপুর, রাঙ্গামাটি ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলায় প্রথম ধাপের  উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2