• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গিয়েছিলেন ভোট দিতে, বাড়ি ফিরলেন লাশ হয়ে

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৮:৩৬, ৮ মে ২০২৪

ফন্ট সাইজ
গিয়েছিলেন ভোট দিতে, বাড়ি ফিরলেন লাশ হয়ে

ভোটকেন্দ্রের প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় উপজেলা পরিষদের ভোট দিতে গিয়ে এক কৃষকের মুত্য হয়েছে। নিহতের নাম নওয়াব আলী (৭৫) বলে জানা গেছে। 

পীরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত রায় জানিয়েছেন, বুধবার (৮ মে) দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়েনে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। নওয়াব আলী পেশায় একজন কৃষক। তিনি সোনারায় গ্রামের বাসিন্দা। হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে ভোট দিতে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান নওয়াব আলী। ভোট দেওয়ার জন্য লাইনে দাড়ালে তিনি অসুস্থ হয়ে মাটিতে পরে যান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নওয়াব আলীর ছেলে আমিনুল ইসলাম জানান, দুপুরে ভ্যানে চড়ে ভোটকেন্দ্রে যান তার বাবা। সেখানে ভোট দেয়ার জন্য তিনি লাইনে দাড়িয়ে অপেক্ষা করলে অসুস্থ হয়ে মারা যান। এর আগেও দুইবার তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার লুৎফর রহমান জানান, ওই ব্যক্তি কেন্দ্রের বাইরে মারা গেছেন। এটি কেন্দ্রের বাইরের ঘটনা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2