• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাদারীপুর শহরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ২২ মে ২০২৪

আপডেট: ২১:৪০, ২২ মে ২০২৪

ফন্ট সাইজ
মাদারীপুর শহরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২২ মে) সন্ধ্যা ৭ টার দিকে এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় রিক্সার সাথে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর প্রায় আধা ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে ১ নং শকুনি সড়ক ও ২ নং শকুনি সড়কের লোকদের মাঝে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল-সুরকি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘন্টার বেশি সময় এ ধাওয়া-পাল্টা-ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী মারুফ হোসেন বলেন, প্রায় দেড় ঘন্টা দুই গ্রুপের মধ্য ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি খুব খারাপ ছিল। পুলিশ আসলেও তাদের এ ঘটনা নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হয়।

রাহাত হোসেন নামে এক যুবক বলেন, এমন মারামারি দু-চার বছরে দেখিনি। শহরে ঢাল সুরকি নিয়ে মারামারি হয় এইবার দেখলাম। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার।

মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহ উদ্দিন বলেন, শহরের ডিসি ব্রিজ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2