• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ক্ষেতে কৃষককে কামড়ালো রাসেল ভাইপার, সাপ নিয়েই এলেন হাসপাতালে

এম. দেলোয়ার হোসেন, রাজবাড়ী

প্রকাশিত: ২১:০১, ২১ জুন ২০২৪

আপডেট: ২১:০৬, ২১ জুন ২০২৪

ফন্ট সাইজ
ক্ষেতে কৃষককে কামড়ালো রাসেল ভাইপার, সাপ নিয়েই এলেন হাসপাতালে

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে রাসেলস ভাইপার সাপের দংশনে হাসপাতালে ভর্তি হয়েছেন মধু বিশ্বাস (৫০) নামের এক কৃষক। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চর আফড়া এলাকায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে রাসেলস ভাইপার সাপে দংশন করে তাকে।

রাসেল ভাইপারের দংশনের শিকার কৃষক মধু বিশ্বাস পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন কৃষক মধু বিশ্বাস বলেন, সকালে পদ্মা নদীর চরআফড়া এলাকার চর থেকে বাদাম তোলার সময় রাসেল ভাইপার সাপে দংশন করে। চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক সাপটিকে রাসেল ভাইপার বলে শনাক্ত করেন।

আহত কৃষক

পাংশা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহম্মেদ তিথি বলেন, রাসেল ভাইপার সাপের দংশনে এক কৃষক এসেছে। রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে।তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2