• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশায় বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল 

প্রকাশিত: ০৭:৪১, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঘন কুয়াশায় বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল 

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার (২৪  ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ১০ টার পর থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছিলো। রাত সাড়ে ১০ টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিলো না। পরে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন গণমাধ্যমকে জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। দৌলতদিয়া প্রান্তে ৫ টি ফেরি আটকে রয়েছে।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2