চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও জাহাজ জট

সাম্প্রতিক আন্দোলনের জেরে দেশের আমদানি-রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব পেড়েছে। চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে কনটেইনার ও জাহাজ জট। ট্রেনে কনটেইনার পরিবহনবন্ধ থাকায় কমলাপুরগামী কনটেইনারের সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণ বেড়েছে। একইসাথে বেসরকারি কনটেইনার ডিপোতেও তৈরি হয়েছে জট। তবে বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন দেশে স্বভাবিক অবস্থা ফিরে আসায় কয়েকদিনের মধ্যে এই জট কাটবে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, এখন বন্দরে প্রায় ৪১ হাজার আমদানি পণ্য বোঝাই কনটেইনার রয়েছে। স্বাভাবিক সময়ে বন্দর থেকে ৩ হাজার কনটেইনার খালাস হলেও এখন হচ্ছে তার অর্ধেক। তবে পরিস্থিতি উন্নতির দিকে।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশেনের সভাপতি সৈয়দ আরিফ আহমেদ জানান, জাহাজের গড় অবস্থান সময় এবং জট কমে আসছে। সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন জানান, পণ্য খালাসের হার দিন দিন বাড়ছে।
বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন কয়েকদিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বন্দরের কার্যক্রম, কেটে যাবে কনটেইনার ও জাহাজ জটও।
বিভি/টিটি
মন্তব্য করুন: