• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

লেখক বৃত্তান্ত:

ঢাকা প্রতিনিধি

ঢাকা প্রতিনিধি

মায়ের ভালোবাসা নয়, জন্মের পরই নির্মমতা দেখলো শিশুটি

মায়ের ভালোবাসা নয়, জন্মের পরই নির্মমতা দেখলো শিশুটি

মায়ের গর্ভে ধীরে ধীরে বেড়ে উঠছিল শিশুটি। হয়তো বিশাল কোনো স্বপ্নও ছিল পৃথিবীকে ঘিরে। কিন্তু আলোর মুখ দেখার সঙ্গে সঙ্গে তার পরিচিতি হয়েছে নির্মমতার সঙ্গে। মায়ের মমতা নয়, জন্মানোর পর পেয়েছে নিষ্ঠুর আঘাত। বলছি, ঢাকা মেডিকেলে চিকিৎসারত নবজাতকের কথা। ধানখেতে পড়ে থাকা ওই শিশুর মাথা ও মুখ খাচ্ছিলো পোকা-মাকড়ে। নির্মমতার শিকার শিশুটি পাওয়া গেছে কুমিল্লার হোমনা উপজেলা দড়িচর এলাকার এক ধানখেতে।  মানিক মিয়া এক ব্যক্তি প্রথমে দেখেন ওই শিশুকে। শুরুতে উদ্ধারের পর শিশুকে মাতুয়াইল মেডিকেল হাসপাতালে আনলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চলছে ক্ষত-বিক্ষত শিশুটির চিকিৎসা।

০৫:০৬ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার