• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নরসিংদীতে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের অপসারণ দাবি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২২:২৭, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নরসিংদীতে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের অপসারণ দাবি

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে নরসিংদীর সম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ পরিকল্পিতভাবে বিনষ্ট করার লক্ষ্যে স্যোশাল মিডিয়ায় উসকানি মূলক মন্তব্য করায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস এর অপসারণের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী রিপোর্টাস ক্লাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নরসিংদী জেলার আহবায়ক দিপক কুমার বর্মন প্রিন্স সাংবাদিক সম্মেলন এ অভিযোগ করেন।

সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের আরোও বলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস তার ফেসবুকে পোস্টে আসন্ন শারদীয় দূর্গাপূজায় সুষ্ঠুভাবে পালন হবে কিনা তিনি সংশয় প্রকাশ করেছেন। তার এই লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ইঙ্গিত বহণ করে। নরসিংদী জেলার সুদীর্ঘকালের ইতিহাস হিন্দু-মুসলিম এর সম্প্রীতির বন্ধন ভাঙ্গনের অপচেষ্টায় লিপ্ত সুব্রত কুমার দাসের পদত্যাগের দাবিও জানানো হয়।

আগামী শারদীয় দুর্গোৎসব নরসিংদীতে সম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তারা জানান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2