• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে ডে কেয়ার সেন্টার উদ্বোধন

প্রকাশিত: ২২:১২, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ২২:২৪, ৩০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে ডে কেয়ার সেন্টার উদ্বোধন

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা নিতে আসা সাধারণ মানুষের সহায়তার জন্য ভবনের নিচতলায় একটি কক্ষকে শিশুদের ডে কেয়ার সেন্টার এবং ব্রেস্ট ফিডিং কর্নার করা হয়েছে। 

বুধবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এই কর্নারের উদ্বোধন করেন। এ সময় ফিতাকেটে ও দোয়া মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসক কক্ষ টি ঘুরে দেখেন।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, জেলা প্রশাসকের কার্যালয়কে শতভাগ জনমুখী এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেই এই কক্ষ টি চালু করা হয়েছে। এখানে সার্বক্ষনিক একজন অফিস স্টাফ দায়িত্ব পালন করবেন। 

ডে কেয়ার সেন্টার এবং ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম ওবায়দুর রহমান শিমুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেটরা উপস্থিত ছিলেন। 

বিভি/এআই

মন্তব্য করুন: