• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন স্কুটার আ.গফুর একাডেমি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৪০, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন স্কুটার আ.গফুর একাডেমি

নরসিংদীর সদর উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি। সোমবার বিকেলে সদর উপজেলার ‘রাজাদী চিনিসপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে’ অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে ঘোড়াশাল কিংস ফুটবল একাডেমিকে পরাজিত করে।

ম্যাচের প্রথমার্ধে স্ট্রাইকার রাজু বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন। বন্ধু মহল চিনিসপুরের আয়োজনে নক আউট পদ্ধতির টুর্নামেন্টে আটটি দল অংশ নিয়েছিলো।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে যথাক্রমে ফ্রিজ ও টিভি তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। 

এসময় উপস্থিত ছিলেন চিনিসপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আওলাদ হোসেন মোল্লা, সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ ফকির রনি, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সেলিম খান ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব ভূইয়া।

বিভি/এজেড

মন্তব্য করুন: