• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কপ২৯ সম্মেলনের প্রাক্কালে সাতক্ষীরায় প্রতীকী প্রচারণা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ১৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
কপ২৯ সম্মেলনের প্রাক্কালে সাতক্ষীরায় প্রতীকী প্রচারণা

ছবি: সংগৃহিত

আজারবাইজানের বাকুতে শুরু হওয়া জলবায়ু সম্মেলনের (কপ২৯) প্রাক্কালে সাতক্ষীরায় প্রতীকী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পাদদেশে এ প্রচারনা আয়োজন করেন, পরিবেশবাদী সংগঠন স্বদেশ, ক্লিন ও বিডব্লিউজিডি নেটওয়ার্ক। এর মূলবার্তা ছিল, ‘Every Degree Counts—Cool Down the Earth!’ অর্থাৎ ‘প্রতিটি ডিগ্রী গণনা, পৃথিবীকে শীতল করুন’। প্রচারণায় তারা একটি প্রতীকী পৃথিবীকে জ্বলন্ত আগুনে পুড়ে যাওয়া প্রদর্শন করেন।

বিশ্বব্যাপী উষ্ণায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে জনজীবনে সৃষ্ট সংকট এবং পরিবেশের ক্ষতিকর প্রভাব জনসম্মুখে তুলে ধরতে এই প্রচারণা কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রচারণায় বক্তারা বলেন, আমাদের ভবিষ্যৎ পুড়ে যাচ্ছে, তাই তাপমাত্রা কমানো এখন সময়ের দাবি। তাপ প্রবাহের ফলে জনজীবন যে প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে, তা তুলে ধরে তারা বলেন, প্রতিটি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, তাপপ্রবাহ এখন বর্তমান বাস্তবতা, তাই ভবিষ্যতের জন্য আমাদের নতুন পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমানে তাপপ্রবাহ জনজীবনে সংকট তৈরি করছে এবং আগামী প্রজন্মের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে। যদি এখনই আমরা গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে উদ্যোগী না হই, তবে এ বিপর্যয়ের মূল মাশুল আমাদের সন্তানদেরই দিতে হবে। বক্তারা এসময় কপ-২৯ সম্মেলনের আন্তর্জাতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এবং তাপমাত্রা হ্রাসের মাধ্যমে একটি সুরক্ষিত পৃথিবী নির্মাণের আহ্বান জানান তারা।

দাবি সমাবেশে বক্তব্য রাখেন, স্বদেশ এর প্রধান নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত, শিক্ষাবিদ ও নাগরিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আব্দুল হামিদ, উদীচীর সভাপতি সিদ্দীকুর রহমান, সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, আব্দুস সামাদসহ অন্যান্যরা। এই প্রচারণায় স্থানীয় জনসাধারণ, পরিবেশবিদ, শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: