• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

পটুয়াখালী সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪০ বেডে রোগীর সংখ্যা ১৬০ এর বেশি

কে এম শাহাদাত হোসেন,পটুয়াখালী

প্রকাশিত: ১২:০০, ৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:০১, ৫ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পটুয়াখালী সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪০ বেডে রোগীর সংখ্যা ১৬০ এর বেশি

এ যেন মরার উপরে খরার ঘা, পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা করাতে এসে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। অতিরিক্ত রোগী থাকায় ঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছেন না চিকিৎসক এবং সেবিকারা। অস্বাস্থ্যকর পরিবেশ, ওষুধ ও ডাক্তারের সংকটের কথা জানিয়েছেন রোগীর স্বজনরা। 

পটুয়াখালী সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪০ টি বেডে ৪০ জন শিশু থাকার কথা থাকলেও সেখানে রয়েছে তার চারগুন ১৬০ জনের ও বেশি রোগী। এর সাথে রোগীদের স্বজনরাতো আছেই। শুধু শিশু ওয়ার্ডের চিত্র এমন নয় এই পরিস্থিতি পুরো হাসপাতালের, ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায, চলাচলের রাস্তায় শুয়ে আছে রোগীরা। একটি রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরবর্তী সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন থাকতে হচ্ছে হাসপাতালে। 

চিকিৎসকরা বলেছেন, অতিরিক্ত রোগী থাকায় চিকিৎসা সেবা যারা নিচ্ছেন তারাও কষ্টে আছেন। 

২০০৫ সালে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি শুরু হয়। ২০২১ সালে ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অনুমোদন হয়েছে কিন্তু এখনো সেটি হস্তান্তর করা হয়নি। মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম চালু হলে  রোগীদের ভোগান্তিও কমবে বলে মনে করেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা দিলরুবা ইয়াসমিন লিজা

পটুয়াখালী মেডিকেল কলেজের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি দ্রুত উন্মুক্ত করার দাবি জানান সংশ্লিষ্টরা। 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2