• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত: ১৩:২০, ৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:২১, ৩ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর আরমান হোসেন (৪৮) নামের এক শ্রমিকদল নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর ছিন্নমূল এলাকায় ঘটনাটি ঘটে।

মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে জঙ্গলসলিমপুর ছিন্নমূল এলাকায় থাকতেন তিনি। মীর আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মীর আরমানের মোবাইল ফোনে একটি কল আসে। এরপর বাসা থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে আমরা জানতে পেরেছি। কে বা কারা এই এ ঘটনা ঘটিয়েছে, জানা যায়নি এ সংক্রান্ত কোনো তথ্য। আমরা চেষ্টা করছি বিস্তারিত জানার।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2