• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগ

বিনা খরচে বিয়ের সুযোগ, সঙ্গে ফ্রি হানিমুন প্যাকেজও

প্রকাশিত: ১৫:৫৬, ৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:১১, ৮ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বিনা খরচে বিয়ের সুযোগ, সঙ্গে ফ্রি হানিমুন প্যাকেজও

সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন। বর-কনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের আনুষাঙ্গিক সব কিছু দেওয়া হবে বিনামূল্যে। বিয়ের আয়োজনে বর-কনের পক্ষ থেকে ১০০ জন অতিথি খাওয়ানোর পাশাপাশি দেওয়া হবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও। শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। সুন্নাহ অনুযায়ী অভিনব এই বিয়ের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

সংস্থাটি জানিয়েছে, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে অভিনব এই আয়োজন। তবে চট্টগ্রামের বাইরের পাত্র-পাত্রীদের আসা-যাওয়ার জন্য থাকবে ফ্রি এসি বাসের টিকিটও। এই সুযোগ হাত ছাড়া করতে না চাইলে বর-কনে রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১০ জানুয়ারির (শুক্রবার) মধ্যেই।

দেনমোহরের বিশাল অঙ্ক ও যৌতুকের প্রথা সমাজে বহু পরিবারের জন্য বোঝা। তাই কু-প্রথার বিরুদ্ধে সুন্নাহ অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় ও সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন বাংলাভিশনকে বলেন, যৌতুকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ও ন্যায্য দেনমোহর নির্ধারণ করে বিয়ের দিনই নারীর হক দেনমোহর শতভাগ আদায় করার জন্য উৎসাহিত করতে আমরা এই আয়োজন করেছি। এমন আয়োজন গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও আমরা করেছিলাম। সেখানে মানুষের আগ্রহ দেখে আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন এই বিয়ে দিয়ে সাজিয়েছি। এবার আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী বিয়ের মাধ্যমেই পালিত হবে। আর কোনও কর্মসূচি রাখিনি। ঘোষণার পর থেকে বেশ সাড়া পাচ্ছি, যাচাই-বাছাই করে ওইদিন ৮ থেকে ১০টি বিয়ে আমরা সম্পাদন করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা সবার বিয়ে হয়তো সম্পাদন করতে পারবো না। তবে সবাইকে অন্তত সুন্নাহ মেনে বিয়ে করার বিষয়ে উৎসাহিত করতে পারবো। এটাই আমাদের লক্ষ্য।  

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিয়ে আপনার, খরচ আমাদের, ইনশাআল্লাহ। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বাইরে থেকে আসন্ন ‘প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ বিবাহ" প্রোগ্রামে রেজিস্ট্রেশনের আগ্রহ দেখানো হবু বর-কনের জন্য বিশেষ সুযোগ: "চট্টগ্রাম শহরে আসা-যাওয়ার জন্য পূর্বের মতো এবারো থাকছে ফ্রি এসি বাসের টিকেট!’ দেনমোহরের বিশাল অঙ্ক ও যৌতুকের প্রথা সমাজে বহু পরিবারের জন্য বোঝা। ফাউন্ডেশন বিশ্বাস করে, সুন্নাহ অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় এবং সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে। এখন দায়িত্ব আপনার। কু-প্রথার বিরুদ্ধে শুধু কথা নয়, বাস্তব জীবনে তা প্রয়োগ করে ইতিহাস গড়ুন।

এটি এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় থাকছে:
১. বর-কনের জন্য বিয়ের পোশাক। 
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী। 
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ। 
৪. প্রতিটা বর-কনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন। 
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সিলিং সেবা।
৭.কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ!!
শুভ বিয়ের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১০ই জানুয়ারী ২০২৫

যে শর্তগুলো মানতে হবে:
১. যৌতুক নেওয়া যাবে না। 
২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করে দিতে হবে।

আগ্রহী বর-কনেকে এই ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে 01841040549 নম্বরেও।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2