সাতক্ষীরার চুরি-বালার সুনাম এখন দেশজুড়ে
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামে গড়ে উঠেছে ছোট ছোট চুড়ি-বালা তৈরির কারখানা। এই কাজে যুক্ত গ্রামের প্রায় প্রতিটি পরিবার। বেকারত্ব দূর হবার পাশাপাশি অর্থনৈতিক স্বচ্ছলতার মুখও দেখছেন অনেকে।
সকাল থেকে খট খট শব্দে মুখরিত হয় সাতক্ষীরার দেবহাটার পুরো গ্রামের পরিবেশ। কেউ ছোট হাতুড়ি দিয়ে পিতলের পাত পিটিয়ে বানাচ্ছেন গোলাকার পাইপ। আবার কেউ সেটিতে গালা ভরে তৈরি করছেন হাতের বালা। বাড়ি বাড়ি গিয়ে এসব বালা সংগ্রহ করেন পাইকাররা।
নান্দনিক সব ডিজাইনের কারণে এসব বালার সুনাম দেশজুড়ে। বিক্রি হয় ঢাকাসহ দেশের বিভিন্ন পাইকারি মার্কেটে।
১৫ বছর আগে গ্রামটিতে বালা তৈরির কাজ শুরু করেন কারিগর মিজানুর রহমান। এপর একজন-দু'জন করে হাতের বালা তৈরিই হয়ে ওঠে প্রধান পেশা।
এ পেশার উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে আগ্রহী বলে জানান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গৌরব দাস।
স্বর্ণের দাম উর্ধ্বমুখী হওয়ায় ইমিটেশনের গহনার কদর বেশ বেড়েছে। এই সুযোগে উঠে আসছেন নতুন নতুন উদ্যোক্তা। খুলছে ব্যাপক সম্ভাবনার দুয়ার।
বিভি/এআই
মন্তব্য করুন: