গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার জালাবাদ ইউনিয়নের গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলো- মারুফ শেখ ও বাঁধন ফকির। তাদের দু'জনই ১৪ বছর বয়সের।
পুলিশ জানায়, সকালে খালিয়া এলাকা থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে দুর্গাপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দুর্গাপুর কালিমন্দিরের কাছে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে দুই বন্ধুই ঘটনাস্থলে মারা যান।
বিভি/এআই
মন্তব্য করুন: